Kolkata Police - Previous year question solve

Kolkata Police :- Previous Year Question


Kolkata Police - question paper


Kolkata Police (2009) Previous year question solve. 'কোলকাতা পুলিশ' পরীক্ষায়,  2009 সালের প্রশ্ন গুলি উত্তর সহ দেওয়া হল। এই প্রশ্ন ও উত্তর গুলি তোমাদের পরবর্তী পরীক্ষাতে আসতে পারে, তাই দেখে রাখো।



1. ভারতীয় ফুটবলে রোভার্স কাপের সূচনা কোন সালে হয় ?
( a ) 1888 সালে
( b ) 1891 সালে
( c ) 1893 সালে
( d ) 1898 সালে

Ans :- b


2. হনসু দ্বীপ কোন মহাসাগরে অবস্থিত ? 
( a ) আটলান্টিক মহাসাগর
( b ) প্রশান্ত মহাসাগর
( c ) ভারত মহাসাগর
( d ) সুমেরু মহাসাগর

Ans :- b


3. পশ্চিমবঙ্গে খাদ্য সুরক্ষা আইন কবে চালু হয়েছে ?
( a ) 26 জানুয়ারি 2016
( b ) 25 জানুয়ারি 2016
( c ) 27 জানুয়ারি 2016
( d ) 28 জানুয়ারি 2016

Ans :- c


4. ক্লান্তির ভয়কে কী বলে ? 
( a ) নিবুলাফোবিয়া 
( b ) ন্যুডোফোবিয়া 
( c ) কোপোফোবিয়া 
( d ) মিথাইফোবিয়া

Ans :- c


5. 'পাপকে ঘৃণা করো কিন্তু পাপীকে নয়।' এই বিখ্যাত উক্তিটি কার ? 
( a ) মহাত্মা গান্ধী 
( b ) লিও টলস্টয় 
( c ) যিশুখ্রিস্ট 
( d ) লীলা মজুমদার

Ans :- c


6. 'ভাটনগর' পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয় ? 
( a ) খেলার প্রশিক্ষক 
( b ) বিজ্ঞানচর্চা 
( c ) সাম্প্রদায়িক সম্প্রীতি 
( d ) সাহিত্য

Ans :- b


7. বোরলোগ পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয় ? 
( a ) শিল্পক্ষেত্র 
( b ) কৃষিক্ষেত্র 
( c ) বিজ্ঞানক্ষেত্র 
( d ) সাংবাদিকতা

Ans :- b


8. Christmas Island কোন দেশের শাসনাধীন ?
( a ) USA 
( b ) UK 
( c ) অস্ট্রেলিয়া 
( d ) ডেনমার্ক

Ans :- c


9. SIM এর পুরো নাম কী ? 
( a ) Subscriber Information Module 
( b ) Short information Moduie 
( c ) Short Information Message 
( d ) Subscriber Information Message

Ans :- a


10. রানা প্রতাপসাগর জলবিদ্যুৎ প্রকল্প কোথায় অবস্থিত ? 
( a ) কর্নাটক 
( b ) রাজস্থান 
( C ) গুজরাট 
( d ) মহারাষ্ট্র

Ans :- b


11. G. T রোড কত নম্বর জাতীয় সড়ক ? 
( a ) NH2 
( b ) NH3 
( c ) NH4 
( d ) NHS

Ans :- a


12. প্রথম বাংলা নির্বাক চলচ্চিত্রের নাম কী ? 
( a ) আলন আমা 
( b ) হরিশচন্দ্র 
( c ) জামাই ষষ্ঠী 
( d ) নল দময়ন্তী

Ans :- b


13. 'জাতীয় প্রাণিসম্পদ বিকাশ সপ্তাহ' কবে পালিত হয় ? 
( a ) 1-7 সেপ্টেম্বর 
( b ) 13-19 নভেম্বর 
( c ) 14-20 নভেম্বর 
( d ) 6-12 নভেম্বর

Ans :- b


14. রঙ্গনাথিট্ পাখিরালয় কোথায় অবস্থিত ? 
( a ) বিহার
( b ) তামিলনাড়ু
( c ) অন্ধ্রপ্রদেশ
( d ) রাজস্থান

Ans :- d


15. 'মলিকিউলার হাইপোথিসিস' - এর আবিষ্কারক কে ? 
( a ) আভোগাড্রো 
( b ) আর্কিমিডিস 
( c ) নিউটন 
( d ) গ্যালিলিও

Ans :- a


16. সাহিত্যিক লুই ক্যারলের প্রথম পরিচিতি কী ? 
( a ) চিকিৎসক 
( b ) জীববিজ্ঞানের অধ্যাপক 
( c ) গণিতের অধ্যাপক 
( d ) রসায়নবিদ্যার অধ্যানক

Ans :- c


17. মনীশ ঘটক নীচের কোন ছদ্মনামে অধিক পরিচিত ? 
( a ) যুবনাশ্ব 
( b ) রূপদর্শী 
( c ) বেদুইন 
( d ) দিলদার

Ans :- a


18. পশ্চিমবঙ্গের প্রথম মন্ত্রিসভার মৎস্যমন্ত্রী কে ছিলেন ?
( a ) নিকুঞ্জবিহারী মাইতি
( b ) হেমচন্দ্র নস্কর 
( c ) কমলকৃষ্ণ রায় 
( d ) রাধানাথ দাস

Ans :- b


19. পশ্চিমবঙ্গের পঞ্চম মুখ্যমন্ত্রী কে ছিলেন ? 
( a ) প্রফুল্ল চন্দ্র সেন 
( b ) অজয়কুমার মুখার্জি 
( c ) সিদ্ধার্থ শংকর রায় 
( d ) জ্যোতি বসু

Ans :- c


20. 'প্যারিস ' শহরটি কোন নদীর তীরে অবস্থিত ? 
( a ) টেমস 
( b ) সেইন 
( c ) ডার্লিং 
( d ) মস্কভা

Ans :- b


21. মেলাপাট্ট পাখিরালয় কোথায় অবস্থিত ? 
( a ) মধ্যপ্রদেশ 
( b ) অন্ধপ্রদেশ 
( c ) উত্তরপ্রদেশ 
( d ) অরুণাচল প্রদেশ

Ans :- b


22. রেলপথের দৈর্ঘ্য হিসেবে ভারতের স্থান এশিয়ার মধ্যে কততম ? 
( a ) প্রথম 
( b ) দ্বিতীয় 
( c ) তৃতীয় 
( d ) চতুর্থ

Ans :- a


23. লারা চিঞ্চিলা কোন দেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ছিলেন ? 
( a ) ফিনল্যান্ড 
( b ) ক্রোয়েশিয়া 
( c ) মালি 
( d ) কোস্টারিকা

Ans :- d


24. সিলভিয়া কার্টরাইট কোন দেশের রাষ্ট্রপ্রধান ছিলেন ? 
( a ) কানাডা 
( b ) সেনেগাল 
( c ) নিউজিল্যান্ড 
( d ) নরওয়ে

Ans :- c


25. বেটন কাপ নামটি কোন খেলার সঙ্গে যুক্ত ? 
( a ) বাস্কেটবল 
( b ) হকি 
( c ) রাগবি 
( d ) টেবিল টেনিস

Ans :- b


26. হেপাটাইটিস কী ধরনের অসুখ ? 
( a ) যকৃতের 
( b ) ফুসফুসের 
( c ) স্নায়ুতন্ত্রের
( d ) মস্তিষ্কের 

Ans :- a


27. বিজয়ওয়াড়া শহরটি কোন নদীর তীরে অবস্থিত ? 
( a ) গোদাবরী 
( b ) কৃষ্ণা 
( c ) কাবেরী 
( d ) মহানদী

Ans :- b


28. বর্তমানে ভারতের সর্বাধিক লিঙ্গ অনুপাতযুক্ত রাজ্য কোনটি ? 
( a ) পুদুচেরি 
( b ) হরিয়ানা 
( c ) কেরল 
( d ) পশ্চিমবঙ্গ

Ans :- c


29. 'খোর' নামক লোকনৃত্যটি কোন রাজ্যে অধিক প্রচলিত ? 
( a ) পাঞ্জাব 
( b ) হরিয়ানা
( c ) মহারাষ্ট্র 
( d ) রাজস্থান

Ans :- b


30. ' Ophiology ' বলতে কী বোঝায় ? 
( a ) মেঘ বিজ্ঞান 
( b ) সর্পবিজ্ঞান
( c ) ডিম্বক বিজ্ঞান 
( d ) চক্ষু বিজ্ঞান

Ans :- b


31. পশ্চিম - মধ্য রেলের সদর দপ্তর কোথায় অবস্থিত ? 
( a ) হাজিপুর 
( b ) মালিগাঁও 
( c ) জব্বলপুর 
( d ) সেকেন্দ্রাবাদ

Ans :- c


32. 'কিরীটি' চরিত্রটি কার সৃষ্টি ? 
( a ) ষষ্ঠীপদ চট্টোপাধ্যায় 
( b ) সুনীল গঙ্গোপাধ্যায় 
( c ) নীহাররঞ্জন গুপ্ত
( d ) মতি নন্দ

Ans :- c


33. রেল বাজেট কবে পেশ করা হয় ? 
( a ) 24 ফেব্রুয়ারি 
( b ) 25 ফেব্রুয়ারি 
( c ) 26 ফেব্রুয়ারি 
( d ) 27 ফেব্রুয়ারি

Ans :- c


34. ডেথ ভ্যালি কোন মহাদেশে অবস্থিত ? 
( a ) উত্তর আমেরিকা 
( b ) দক্ষিণ আমেরিকা 
( c ) অস্ট্রেলিয়া 
( d ) ইউরোপ

Ans :- a


35. পোস্তা নামক তৃণভূমি কোন দেশে অবস্থিত ? 
( a ) নিউজিল্যান্ড 
( b ) হাঙ্গেরি 
( c ) সুদান 
( d ) ব্রাজিল

Ans :- b


36. মোবাইল ইন্টারনেটের জনক কে ? 
( a ) ইউজিন পলি 
( b ) টিম বানার্স লি
( c ) মার্টিন কুপার 
( d ) রালফ সাইমন

Ans :-


37. ডিঙ্গো প্রজাতির বন্য কুকুর কোথায় অধিক দেখা যায় ? 
( a ) অস্ট্রেলিয়া 
( b ) নিউজিল্যান্ড 
( c ) তাসমানিয়া 
( d ) কানাডা

Ans :- a


38. নীচের কোনটি নীল শহর নামে পরিচিত ? 
( a ) নাগপুর 
( b ) ভোপাল 
( c ) যোধপুর 
( d ) বেঙ্গালুরু

Ans :- c


39. ভারতের প্রথম মহিলা রাষ্ট্রদূত কে ছিলেন ? 
( a ) সুলোচনা মোদী 
( b ) কাদম্বিনী গাঙ্গুলি 
( c ) বিজয়লক্ষ্মী পণ্ডিত 
( d ) সুশীলা নায়ার

Ans :- c


40. ' পাগলা দাশু ' চরিত্রটি কার সৃষ্টি ?

Ans :- সুকুমার রায়


41. Synonym of ' Prank ' is :
( a ) A practical joke 
( b ) Prophesy 
( c ) Foretell 
( d ) Prior

Ans :- a


42. Thrown out of gear ______ means :
( a ) disturbed the working of 
( b ) to die 
( c ) without any valid reason 
( d ) reserved 

Ans :- a


43. It is raining for a week. 
( a ) has raining 
( b ) has been raining 
( c ) have been raining 
( d ) shall raining

Ans :- a


44. She claimed that the jumper was made from wool. 
( a ) by 
( b ) with 
( c ) within
( d ) of

Ans :- d


45. Animals living on grass is called : 
( a ) Herbivorous 
( b ) Omnivorous 
( c ) Graminivorous
( d ) Carnivorous

Ans :- c


46. Through thick and thin means : 
( a ) Through every difficulty 
( b ) To face trouble boldly 
( c ) To have revenge 
( d ) To become sick

Ans :- b


47. I hope he would do well. 
( a ) will do 
( b ) should do 
( c ) shall do 
( d ) must do

Ans :- a


48. Synonym of ' Callous ' is : 
( a ) Soft 
( b ) Unfeeling 
( c ) King 
( d ) Generous

Ans :- b


49. A cock and bull story means : 
( a ) to discuss business matters 
( b ) to have reason to suspect 
( c ) anabsurd tale 
( d ) an interesting story

Ans :- c


50. A _____ of cows. 
( a ) pack 
( b ) flock 
( c ) band 
( d ) herd 

Ans :- d





Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.