Environmental Studies and Environment


পরিবেশ বিদ্যা কী ?

পরিবেশ বিদ্যা বা Environmental Studies হল বিজ্ঞানের সেই শাখা যেখানে প্রাকৃতিক পরিবেশ ( Physical Environment ), জীবজ পরিবেশ ( Biotic Environment ) এবং সামাজিক পরিবেশের ( Social Environment ) পারস্পরিক সম্পর্ক ও প্রভাবের ভিত্তিতে সমগ্র পরিবেশের প্রকৃতি, বৈশিষ্ট্য, সমস্যা ও তার সমাধান ইত্যাদি বিষয়ে পঠনপাঠন করা হয়।


পরিবেশ : ধরন ও উপাদান

• UNEP ( 1976 ) -এর সংজ্ঞা অনুসারে " পরিবেশ বলতে পরস্পর ক্রিয়াশীল উপাদানগুলির মাধ্যমে গড়ে ওঠা সেই প্রাকৃতিক ও জীবমণ্ডলীয় প্রণালীতকে বোঝায় যার মধ্যে মানুষ ও অন্যান্য সজীব উপাদানগুলি বেঁচে থাকে, বসবাস করে। "

• বিজ্ঞানী ওডাম, পরিবেশের সংজ্ঞায় বলেছেন যে, " পারিপার্শ্বিক অবস্থার যে উপাদান, কারণ ও লক্ষণগুলি সামগ্রিকভাবে জীব ও জীব সম্প্রদায়ের কাজকর্ম ও উন্নয়নকে প্রভাবিত করে, তাকে পরিবেশ বলে।

• পরিবেশ বিজ্ঞানী বট্‌কিন এবং কেলার বলেছেন যে " জীব, উদ্ভিদ বা প্রাণী তাদের জীবনচক্রের যে - কোনো সময়ে যে সমস্ত জৈব এবং অজৈব কারণগুলির দ্বারা প্রভাবিত হয়, সেই কারণগুলির সমষ্টিকে পরিবেশ বলে। "


পরিবেশ তিন ধরনের। যথা -

(1) ভৌত বা প্রাকৃতিক পরিবেশ

(2) সজীব বা জীবজ পরিবেশ

  • উৎপাদক
  • খাদক
  • বিয়োজক

(3) সামাজিক পরিবেশ

  • পরিবার
  • গোষ্ঠী
  • প্রতিষ্ঠান


পরিবেশের উপাদানগুলি দুই ধরনের । যথা - 

(1) সজীব উপাদান ( Biotic elements )

  • যেমন- জীবাণু, মানুষ, গাছপালা, জীবজন্ত। 

(2) জড় উপাদান ( Abiotic elements )

  • যেমন- জল, আলো, বাতাস, মাটি, উষ্ণতা, আর্দ্রতা ইত্যাদি।

 

• পরিবেশের ভূপ্রকৃতিগত উপাদানগুলি হল - নদী, হিমবাহ, উচ্চতা, ভূমিরূপ, ভূমিরঢাল, মরুভূমি ইত্যাদি।

• পরিবেশের জলবায়ুগত উপাদানগুলি হল - সূর্যালোক, তাপমাত্রা, বায়ুপ্রবাহ, বৃষ্টিপাত, তুষারপাত, কুয়াশা, শিলাবৃষ্টি, বায়ুর চাপ ইত্যাদি।

• পরিবেশের জীবজ বা জীবজাত উপাদানগুলি হল - উদ্ভিদ প্রাণী ও অণুজীব।

• পরিবেশের রাসায়নিক উপাদানগুলি হল - অক্সিজেন, কার্বন, নাইট্রোজেন, ফসফরাস, সালফার ইত্যাদি।


বিশেষ দ্রষ্টব্য

● পরিবেশ বিদ্যা বহুমাত্রিক বা মালটিডাইমেনশনাল বিষয়।

● পৃথিবীর বয়স প্রায় 500 কোটি বছর।

● পৃথিবীর পরিবেশের বয়স আনুমানিক 450 কোটি বছর।

● পৃথিবীতে প্রাণের বিকাশ ঘটেছে কারণ পৃথিবীতে বারিমণ্ডল আছে।

● পৃথিবীতে মানুষের আবির্ভাব হয়েছে প্রায় 20 লক্ষ বছর আগে।


Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.