1. নিম্নোক্ত কোন রাজবংশ বিজয়নগর রাজ্য প্রতিষ্ঠা করেছিল ?
(A) তুলুভ রাজবংশ
(B) নাগ রাজবংশ
(C) সঙ্গম রাজবংশ
(D) সোমা রাজবংশ
Ans : C
2. প্রতিবছর কোন তারিখে আন্তর্জাতিক বন দিবস পালিত হয় ?
(A) 21 শে এপ্রিল
(B) 21 শে মার্চ
(C) 16 শে মার্চ
(D) 22 শে মার্চ
Ans : B
3. কোন সালে ভার্সাই চুক্তি স্বাক্ষরিত হয় ?
(A) 1921
(C) 1943
(B) 1926
(D) 1919
Ans : D
4. অরুনাচল প্রদেশের 'গালো' উপজাতির কোন উৎসব টি প্রত্যেক বছর এপ্রিল মাসে পালিত হয় ?
(A) মোপিন
(B) বেলি
(C) সিদর
(D) নাতি
Ans : A
5. বিবেকানন্দ রক মেমোরিয়াল অবস্থিত নিম্নের কোথায় ?
(A) রাজস্থান
(B) কেরলা
(C) তামিলনাড়ু
(D) পাঞ্জাব
Ans : C
6. _______ এর জনপ্রিয় লোকসঙ্গীতগুলির মধ্যে একটি হল ভালেরি ( Bhaleri ), যা কৃষকরা তাদের ক্ষেতে কাজ করার সময় গাওয়া হয়।
(A) বিহার
(B) মহারাষ্ট্র
(C) রাজস্থান
(D) হিমাচল প্রদেশ
Ans : B
7. ভারতের সংবিধানের কত নং ধারাতে জরুরি অবস্থা ঘোষণা সম্পর্কে বলা হয়েছে ?
(A)372
(B) 235
(C) 352
(D) 245
Ans : C
8. জ্যোতিবা ফুলে নিম্নোক্ত কোন সমিতি/সংস্থা প্রতিষ্ঠা করেছিলেন -
(A) সত্যশোধক সমাজ
(B) প্রার্থনা সমাজ
(C) ব্রাহ্মসমাজ
(D) আর্য সমাজ
Ans : A
9. ভারতীয় মহিলাদের মধ্যে কে সর্বপ্রথম অলিম্পিক পদক জিতেছিলেন ?
(A) মেরি কম
(B) পি টি ঊষা
(C) পি ভি সিন্ধু
(D) কর্ণাম মালেশ্বরী
Ans : D
10. ভারতের সংবিধানের অনুচ্ছেদ _______ ইউনিফর্ম সিভিল কোডকে সংজ্ঞায়িত করে।
(A) 24
(B) 42
(C) 44
(D) 28
Ans : C
11. তরিৎ প্রবাহমাত্রা পরিমাপ করতে ব্যবহার করা হয় ?
(A) এমিটার
(B) ভোল্ট মিটার
(C) ওয়াট মিটার
(D) হাইগ্রামিটার
Ans : A
12. নিম্নোক্ত কোন গ্যাস বৈদ্যুতিক বাল্বে ব্যবহৃত হয় ?
(A) হাইড্রোজেন
(B) নাইট্রোজেন
(C) কার্বন ডাই অক্সাইড
(D) হ্যালোজেন
Ans : B
13. প্রথম মহিলা যিনি দুবার মাউন্ট এভারেস্ট আরোহণ করেছেন -
(A) বাচেন্দ্ৰী পাল
(B) অরুনিমা সিনহা
(C) সন্তোষ যাদব
(D) আরতী সাহা
Ans : C
14. কোন রাজ্য জনসংখ্যার বিচারে ভারতে দ্বিতীয় স্থানে রয়েছে ?
(A) উত্তরপ্রদেশ
(B) মহারাষ্ট্র
(C) বিহার
(D) পশ্চিমবঙ্গ
Ans : B
15. কোন দিনটি প্রত্যেক বছর কার্গিল বিজয় দিবস হিসেবে পালিত হয় ?
(A) 22 শে সেপ্টেম্বর
(B) 23 শে জুন
(C) 27 শে আগস্ট
(D) 26 শে জুলাই
Ans : D
16. নিম্নলিখিতগুলির মধ্যে কে ভারতের সমস্ত কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে ‘ Visitor ' ?
(A) ভারতের রাষ্ট্রপতি
(B) বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন
(C) ভারতের উপ-রাষ্ট্রপতি
(D) কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রী
Ans : A
17. নিম্নোক্ত কোনটি ওড়িশার জনপ্রিয় উৎসব -
(A) তিরুভোনাম
(B) ধনু যাত্রা
(C) গুড়ি পাদওয়া
(D) হোলা মহল্লা
Ans : B
18. ভারতে লোকসভার নির্বাচন পরিচালনা কে করেন ?
(A) ডেলিমিটেশন কমিশন
(B) সংসদ
(C) ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন
(D) নির্বাচন কমিশন
Ans : D
19. নিম্নের কোনটি ভারতের দ্বিতীয় গুরুত্তপুর্ন ধাতু শিল্প ?
(A) ম্যাঙ্গানিজ
(B) বক্সাইট
(C) আলুমিনিয়াম
(D) লোহা
Ans : C
20. আমাদের দেশের জাতীয় পতাকার দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত কত ?
(A) 3 : 2
(B) 4 : 3
(C) 3 : 1
(D) 4 : 2
Ans : A
21. National Commission of Population control এর চেয়ারম্যান কে ?
(A) রাষ্ট্রপতি
(B) সংশ্লিষ্ট বিভাগের সচিব
(C) প্রধানমন্ত্রী
(D) কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক
Ans : C
22. কোন স্লোগানটি প্রচারের জন্য পন্ডিত মদন মোহন মালব্য পরিচিত ?
(A) ইনকিলাব জিন্দাবাদ
(B) সত্যমেব জয়তে
(C) বন্দে মাতরম
(D) জয় জওয়ান জয় কিষান
Ans : B
23. নীচের কে নোবেল পুরষ্কার এবং ভারতরত্ন দুটোই পুরষ্কার পেয়েছেন ?
(A) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
(B) মহাত্মা গান্ধী
(C) এপিজে আবদুল কালাম
(D) মাদার টেরিজা
Ans : D
24. ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি কে ছিলেন ?
(A) সোনিয়া গান্ধী
(B) অ্যানি বেসান্ত
(C) বিজয়লক্ষ্মী পণ্ডিত
(D) সরোজিনী নায়ডু
Ans : B
25. ক্রেস্কোগ্রাফ যন্ত্রটি কোন ভারতীয় বিজ্ঞানী আবিষ্কার করেছেন ?
(A) সত্যেন্দ্রনাথ বসু
(B) জগদীশচন্দ্র বোস
(C) মেঘনাথ সাহা
(D) হোমি জাহাঙ্গীর ভাবা
Ans : B
26. UPI কবে চালু হয় ?
(A) 2015
(B) 2019
(C) 2012
(D) 2016
Ans : D
27. সূর্য কোন পদ্ধতিতে শক্তি অর্জন করে ?
(A) নিউক্লিয়ার ফিউশন
(B) নিউক্লিয়ার ফিশন
(C) নিউক্লিয়ার ব্লাস্ট
(D) কোনোটিই নয়
Ans : A
28. নিচের কোন রাশিটির এস আই ( SI ) একক হল পাস্কাল ?
(A) ভর
(B) শক্তি
(C) কাজ
(D) চাপ
Ans : D
29. আন্তর্জাতিক পর্যটন দিবস কবে পালিত হয় ?
(A) 27 শে সেপ্টেম্বর
(B) 25 শে সেপ্টেম্বর
(C) 21 শে সেপ্টেম্বর
(D) 30 শে সেপ্টেম্বর
Ans : A
30. 2023 ICC U19 T20 মহিলা ক্রিকেট বিশ্বকাপ জয়ী হয়েছে কোন দেশ ?
(A) নিউজিল্যান্ড
(B) দক্ষিণ আফ্রিকা
(C) ভারত
(D) অস্ট্রেলিয়া
Ans : C