Kolkata Police Constable GK Questions and Answers | কলকাতা পুলিশ পরীক্ষার প্রশ্ন উত্তর
তোমরা যারা কলকাতা পুলিশ পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছো, তোমাদের জন্য আমরা কিছু জিকে প্রশ্ন ও উত্তর নিয়ে এসেছি। এই জিকে প্রশ্ন উত্তর গুলি তোমাদের উক্ত পরীক্ষায় সাহায্য করবে।
নীচের দেওয়া প্রশ্ন ও উত্তর গুলি ভালোভাবে পড়ো এবং চাকরির জন্য নিজেকে প্রস্তুত করো।
1. নিচের মধ্যে কোন যন্ত্রের সাহায্যে যান্ত্রিক শক্তিকে বৈদ্যুতিক শক্তিতে রূপান্তরিত করা হয় ?
(A) ইলেকট্রোমিটার
(B) বৈদ্যুতিক হিটার
(C) ডায়নামো
(D) ট্রান্সফরমার
Ans - ডায়নামো
2. 'লবণ সত্যাগ্রহ আন্দোলন'-এ মহাত্মা গান্ধির সাথে কে নেতৃত্ব দিয়েছিলেন ?
(A) সরোজিনী নাইডু
(B) মৃদুলা সারাভাই
(C) অ্যানি বেসান্ত
(D) মুথু লক্ষ্মী
Ans - সরোজিনী নাইডু
3. কোন্ খনিজ পদার্থ / শস্যকে কালো হীরা বলে ?
(A) কফি
(B) কয়লা
(C) লোহা
(D) চা
Ans - কয়লা
4. স্বাধীন ভারতের প্রথম ভারতীয় গভর্নর জেনারেল কে ছিলেন ?
(A) জওহরলাল নেহরু
(B) সি. রাজাগোপালাচারী
(C) সর্দার বল্লভভাই প্যাটেল
(D) লর্ড লুইস মাউন্টব্যাটেন
Ans - সি. রাজাগোপালাচারী
5. ব্রাহ্ম সমাজের প্রতিষ্ঠাতা কে ছিলেন ?
(A) স্বামী বিবেকানন্দ
(B) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
(C) রাজা রামমোহন রায়
(D) রবীন্দ্রনাথ ঠাকুর
Ans - রাজা রামমোহন রায়
6. কলকাতায় কবে মেট্রোরেল পরিষেবা চালু হয় ?
(A) 1984 সালে
(B) 1991 সালে
(C) 1975 সালে
(D) 1982 সালে
Ans - 1984 সালে
7. ন্যাশনাল পুলিশ অ্যাকাডেমি কোথায় অবস্থিত ?
(A) দেরাদুন
(B) বেঙ্গালুরু
(C) নাগপুর
(D) হায়দ্রাবাদ
Ans - হায়দ্রাবাদ
8. তেজস্ক্রিয়তা আবিষ্কার করেছিলেন -
(A) পিয়ের কুরি
(B) রাদার ফোর্ড
(C) হেনরী বেকারেল
(D) মাদাম কুরি
Ans - হেনরী বেকারেল
9. কম্পিউটার প্রোগ্রামে কি কি থাকে ?
(A) তথ্য
(B) নিম্নস্তরের ভাষা
(C) নির্দেশাবলী ও তথ্য
(D) নির্দেশ সম্বলিত তথ্য এবং নিম্নস্তরের ভাষা
Ans - নির্দেশ সম্বলিত তথ্য এবং নিম্নস্তরের ভাষা
10. নিচের মধ্যে কোন জেলার উপর দিয়ে কর্কটক্রান্তি রেখা গেছে ?
(A) নদিয়া
(B) কোচবিহার
(C) দক্ষিণ 24 পরগনা
(D) মালদহ
Ans - নদিয়া