বায়ুমণ্ডলের উপাদান এবং স্তর



বায়ুমণ্ডল :: উপাদান ও স্তর

ভূপৃষ্ঠ থেকে কয়েক হাজার কিলোমিটার ওপর পর্যন্ত বিস্তৃত যে গ্যাসীয় আবরণ পৃথিবীকে আবর্তন করে রয়েছে, তাকে বায়ুমণ্ডল (atmosphere) বলে।

বায়ুমণ্ডলের উপাদানগুলি হল গ্যাস, জলীয় বাষ্প, ধূলিকণা ইত্যাদি।

বায়ুমণ্ডলে বিভিন্ন গ্যাসের মধ্যে নাইট্রোজেন পরিমাণ (78.08 %) সব থেকে বেশি এবং দ্বিতীয় স্থানে রয়েছে অক্সিজেন যার পরিমাণ 20.94% । এই দুটি গ্যাস বাতাসের প্রায় 99% জুড়ে রয়েছে। এছাড়াও যে সমস্ত গ্যাস আছে তা হল -- আর্গন (0.93%), কার্বন ডাই-অক্সাইড (0.03%), অন্যান্য গ্যাস যেমন - নিয়ন, হিলিয়াম, ওজোন, হাইড্রোজেন, ক্রিপ্টন, জেনন, মিথেন 0.02% ।


ভূপৃষ্ঠ থেকে ওপরের দিকে বায়ুমণ্ডলকে বিভিন্ন স্তরগুলিতে ভাগ করা হয়েছে।

ভূপৃষ্ঠ থেকে ওপরের দিকে স্তরগুলি হল -

  • ট্রপোস্ফিয়ার ( 0 থেকে 14 কিমি )
  • স্ট্যাটোস্ফিয়ার ( ট্রোপোস্ফিয়ারের ঊর্ধ্বসীমা থেকে প্রায় 50 কিমি উচ্চতা পর্যন্ত )
  • মেসোস্ফিয়ার ( প্রায় 50 কিমি থেকে 85 কিমি উচ্চতা পর্যন্ত )
  • থার্মোস্ফিয়ার ( 85 কিমি থেকে 500-1000 কিমি উচ্চতা পর্যন্ত )
  • এক্সোস্ফিয়ার ( থার্মোস্ফিয়ারের উচ্চসীমা থেকে বায়ুমণ্ডলের বাইরের সীমা পর্যন্ত )
  • আয়নোস্ফিয়ার এই স্তরটি মেসোস্ফিয়ার ও থার্মোস্ফিয়ারের অংশ ( উচ্চতা প্রায় 85 কিমি থেকে 280 কিমি পর্যন্ত )


ট্রোপোস্ফিয়ার কী ?

ভূপৃষ্ঠ থেকে গড়ে 14 কিমি উচ্চতার মধ্যে অবস্থিত স্তরটিকে ট্রোপোস্ফিয়ার বলে। এটি বায়ুমণ্ডলের সর্বনিম্ন স্তর। মেরু অঞ্চলে এই উপস্তরটি ৪ কিনি এবং নিরক্ষীয় অঞ্চলে 16 কিমি উচ্চতা পর্যন্ত বিস্তৃত। এই স্তরে ঝড়, বৃষ্টি, মেঘ, ঘূর্ণবাত প্রভৃতি দেখা যায় তাই একে ক্ষুমণ্ডল বলা হয়। 

ল্যাপস রেট :- ট্রোপোস্ফিয়ারে প্রতি কিমি উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে 6-4 ° সে. তাপমাত্রা হ্রাস পায়। উচ্চতা বৃদ্ধির সঙ্গে তাপমাত্রা হ্রাসের এই অনুপাতকে " ল্যাপস রেট " ( normal lapse rate ) বলে।


ট্রোপোপজ কী ?

ট্রোপোপজ ( Tropopause ) হল ট্রোপোস্ফিয়ার ও স্ট্র্যাটোস্ফিয়ারের সীমানা। ট্রোপোস্ফিয়ারের উচ্চতম সীমা এবং ট্রোপোস্ফিয়ারের নিম্নতম সীমার মধ্যে ট্রোপোপজ অবস্থিত। 


স্ট্র্যাটোস্ফিয়ার কী ?

স্ট্র্যাটোস্ফিয়ার, বায়ুমণ্ডলের দ্বিতীয় সর্বনিম্ন স্তর অর্থাৎ ট্রোপোপজের উচ্চতম সীমান্ত থেকে শুরু হয়েছে। এই স্তরটি ট্রোপোস্ফিয়ারের ওপরের স্তর। এই স্তরটি মোটামুটিভাবে 17 কিমি থেকে 50 কিমি উচ্চতা পর্যন্ত বিস্তৃত। 

স্ট্যাটোস্ফিয়ারে ঝড়, বৃষ্টি প্রভৃতি কোনো দুর্যোগ দেখা যায় না। এই স্তরটিকে শান্তমণ্ডল বলা হয়। তাই এর মধ্যে দিয়ে জেট বিমান যাতায়াত করে।


ওজোন স্তর কী ?

ভূপৃষ্ঠ থেকে 20-35 কিমি উচ্চতায় মধ্যে স্ট্র্যাটোস্ফিয়ারে ওজোন ( O ) গ্যাসের ঘন সবচেয়ে বেশি থাকে, এই স্তরটিকে ওজোন স্তর ( Ozone layer ) বলে। সূর্য থেকে আসা অতিবেগুনি রশ্মি এই ওজোন স্তরে শোষণ করে।


স্ট্যাটোপজ কী ?

স্ট্যাটোপজ হল স্ট্যাটোস্ফিয়ার ও মেসোস্ফিয়ারের সীমানা।


মেসোস্ফিয়ার কী ?

মেসোস্ফিয়ার হল ভূপৃষ্ঠের প্রায় 50 কিমি থেকে 85 কিমি উচ্চতা পর্যন্ত বায়ুমণ্ডলের তৃতীয় স্তর। স্ট্যাটোপজ থেকে মেসোপজ পর্যন্ত মেসোস্ফিয়ার সীমানা। এই স্তরে উচ্চতা বাড়লে তাপমাত্রা কমে।


মেসোপজ কী ?

মেসোপজ ( Mesopause ) হল বায়ুমণ্ডলের শীতলতম স্তর, যেখানে তাপমাত্রা -143° সে.।


থার্মোস্ফিয়ার কী ?

মেসোস্ফিয়ারের ওপরের স্তরটির নাম হল থার্মোস্ফিয়ার। এই স্তরে উচ্চতা বাড়লে তাপমাত্রা বাড়ে। থার্মোস্ফিয়ারে তাপমাত্রা প্রায় 2500 ° সে . -এ পৌঁছোয়।


অ্যালাবেডো কী ?

পৃথিবীতে সূর্য থেকে আসা সৌরশক্তির কিছু অংশ প্রতিফলিত হয়ে আলোক তরঙ্গের আকারে আবার মহাশূন্যে ফিরে যায়। একে অ্যালাবেডো ( Albedo ) বলে। পৃথিবীর গড় অ্যালবেডো 34 শতাংশ।


বিশেষ দ্রষ্টব্য

● এরোপজ হল বায়ুমণ্ডলের 50-60 কিমি উচ্চতায় অবস্থিত একটি সীমা , যার ওপরে এরোপ্লেন উড়তে পারে না।

● আয়নমণ্ডল বেতার তরঙ্গ প্রতিফলিত করে ও মেরুপ্রভা সৃষ্টি করে।

● এক্সোস্ফিয়ারে কৃত্রিম উপগ্রহ স্থাপন করা হয়েছে। এই স্তরে অতিবেগুনি রশ্মির বিকিরণ ( UV radiation ) শোষণ করে।

● বিসমমণ্ডল ভূপৃষ্ঠের 90-100 কিমি উচ্চতার শুরু হয় এবং প্রায় 10,000 কিমি পর্যন্ত বিস্তৃত।


Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.