বারিমণ্ডল :: এর উপাদান
বারিমণ্ডল কাকে বলে ?
ভূত্বকের যে সমস্ত নীচু অংশ জলে মগ্ন হয়ে নদী, হ্রদ, সাগর, মহাসাগর ইত্যাদি জলভাগে পরিনত হয়েছে, সেই জলমগ্ন অংশগুলিকে একত্রে বারিমণ্ডল বা হাইড্রোস্ফিয়ার বলে।
বারিমণ্ডলের উপাদান গুলি কী কী ?
বারিমগুলের প্রধান উপাদান জল। এই জল দুটি হাইড্রোজেন অসু এবং একটি অক্সিজেন অণুর রাসায়নিক সংযোগে সৃষ্টি হয়।
বারিমণ্ডলে কত শতাংশ জল কোথায় রয়েছে ?
বারিমণ্ডলে জলের পরিমাণ হল -
- সাগর, মহাসাগরে প্রায় 96.54%
- হিমবাহ ও বরফে প্রায় 1.74%
- ভৌমজল প্রায় 1.69%
- নদীতে প্রায় 0.002%
- হ্রদ ও জলাভূমিতে প্রায় 0.013%
- বায়ুমণ্ডলে প্রায় 0.001%
- মাটিতে রয়েছে প্রায় 0.001%
বিশেষ দ্রষ্টব্য :-
● পৃথিবীতে প্রায় 71% জলভাগ।
● পৃথিবীতে জল আছে বলেই পৃথিবীকে নীল গ্রহ বলে।
● পুকুর, নদী জল মিষ্টি।
● সমুদ্রের জল লবণাক্ত।
● সমুদ্রের জলে লবণগুলির মধ্যে সোডিয়াম ক্লোরাইডের ( NaCl ) পরিমাণ সবথেকে বেশি।
● বরফে জমে থাকা বারিমণ্ডলেল অংশকে ক্রায়োস্ফিয়ার বলা হয়।
● পৃথিবীর প্রায় 93% কার্বন ডাই-অক্সাইড সমুদ্রের জলে মিশে আছে।
● পরিবেশের দূষিত গ্যাসগুলি সমুদ্রের জলে মিশে যায়। তাই সাগর, মহাসাগরকে কার্বন সিঙ্ক বলা হয়।
● প্রতি 1000 গ্রাম সমুদ্রের জলে সোডিয়াম ক্লোরাইড লবণের পরিমাণ 23 গ্রাম।